নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষকদেরকে প্রাপ্য সম্মান দিয়েছেন শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার। শিক্ষার হার বৃদ্ধির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ৩৭ হাজার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে একটি ঘোষণায় সরকারি করেছেন। বিনামূল্যে শিক্ষার্থীদেরকে বছরের শুরুতেই নতুন বই ও উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছেন এবং শিক্ষকতা পেশায় নারীদের অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্ব আজ বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি রোববার (১৫ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা’র সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মাঝি মনোনীত করার জোর দাবী জানিয়েছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা’র সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সামছু উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারি শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা’র সহ সভাপতি করুনা কান্ত দাশ তালুকদার, সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে মাসুক আহমদ, গোলাম রব হাসনু, আব্দুল কাইয়ুম, মায়ারুন নেছা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে। এসময় সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।