বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রধানমন্ত্রীর এই শ্লোগান যেন প্রতিটি এলাকায় বাস্তবে পরিণত করতে হবে। আসন্ন্ শারদীয় দূর্গোৎসব চলাকালীন সময়ে, দূর্গাপূজাকে ঘিরে কেউ বা কোন গোষ্টি অপপ্রচার অথবা গুজব ছড়ালে তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। সকলের সার্বিক সহযোগীতায় দূর্গোৎসব নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সার্বক্ষণিক ভাবে সতর্ক থাকবে। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্দেশনাগুলো মেনে চলার জন্য উপজেলার ২৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
তিনি মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও এসআই জয়ন্ত সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিত ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বকুল মালাকার, জুয়েল মালাকার, নকুল বর্ধন, অসক বৈদ্য, দ, অসিম পাল, শুভরাজ চন্দ্র দে, বিজয় চন্দ্র দে, রঞ্জিত দাশ রঞ্জু, সমীর দে, বিপ্লব দে, তনয় দাশ পুরকায়স্থ। এসময় উপজেলার ২৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।