বিশ্বনাথনিউজ২৪ :: পূর্ব বিরুধের জের ধরে সিলেটের বিশ্বনাথে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুম্মা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীর গেইট ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাড়ির সড়ক ও গেইট’ নিয়ে দীর্ঘদিন (প্রায় ৯ মাস) ধরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া ও সাইকুল ইসলাম গংদের মধ্যে বিরুধ চলে আসছে। উভয় পক্ষে চলমান রয়েছে ১০/১২টি পাল্টাপাল্টি মামলা। তাদের বিরুধের জের ধরেই শুক্রবার বাদ জুম্মা প্রতিপক্ষের লোকজন যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়ার নির্মাণ করা ‘মফিজ ভিলা’ গেইট ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে। তবে এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়ার চাচাত ভাই সায়েস্তা মিয়া বলেন, বাদ জুম্মা অস্ত্র-সস্ত্রে সজ্জিত বহিরাগত ২০০/২৫০ জনের ভাড়াটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষ সাইকুল ইসলাম, জাহিদুল হক, তোফায়েল আহমদের নেতৃত্বে আমার চাচাত ভাই প্রবাসী লেবু মিয়ার নির্মাণ করা গেইট ভাংচুর করা হয়েছে। এসময় তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের লাগানো সিসি ক্যামেরার লাইন কেটে বাড়ির ভিতরসহ সড়কে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এসময় সন্ত্রাসীদের মুখোশ পড়া ছিল।
অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবী করে অভিযুক্ত সাইকুল ইসলাম বলেন, তাদের ভিতরে চলমান কোন্দলের জের ধরে তারাই গেইট ভেঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এখন এর দায় আমাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে। আমরা গেইট ভাংচুরের সাথে কোন ভাবেই জড়িত নই।
ঘটনাটির ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গেইট ভাংচুরের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।