নিজস্ব প্রতিবেদক :: বদলিজনিত কারণে সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান’কে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও নুসরাত জাহান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।