বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়ার পিতা জানাইয়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী আয়না মিয়ার কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) জানাইয়া গ্রামস্থ মরহুমের বাড়িতে দোয়া-মিলাদ মাহফিল, গণভোজের আয়োজন করা হয়। বাদ যোহর গ্রামের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে গ্রামের জনগণ, আশপাশের বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ’সহ প্রায় ৩ হাজার লোকজন গণভোজে অংশ নেন।
উল্লেখ্য, জানাইয়া গ্রামের প্রবীন মুরব্বি, বিশিষ্ট সালিশী ব্যাক্তিত্ব ও জানাইয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আয়না মিয়া গত ১৬ জুলাই রাত তিনটায় ইন্তেকাল করেন। পরদিন ১৭ জুলাই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।