নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় সাইদুল রহমান (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলা দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথের বৈরাগী বাজার-সিঙ্গেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূর উদ্দিন জানান, সাইদুল রহমান মোটর সাইকেল চালিয়ে সিংগেরকাছ বাজার হতে বৈরাগী বাজার যাচ্ছিলেন। সে শেখেরগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লামা টুকেরবাজার গ্রামী যাত্রীবাহি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হলে গুরুতর আহত হন সাইদুল রহমান। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।