সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে জেলা যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ এবং কমিটিতে স্থান পাওয়া বিশ্বনাথের ৫ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (সহসভাপতি), রেজাউল ইসলাম রেজা (সাংগঠনিক সম্পাদক), সিতার মিয়া (শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক), তোফায়েল আহমদ (সহসম্পাদক) ও আবদুল কাইয়ুমকে (সহসম্পাদক) অভিনন্দন জানিয়ে আগামিকাল বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আনন্দ মিছিল করবে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবলীগ। মিছিলে অংশ নেওয়ার জন্যে জমায়েতের স্থান নির্ধারণ করা হয়েছে বিশ্বনাথ উত্তরপাড় সিএনজি স্ট্যান্ড।
আনন্দ মিছিল সফল ও স্বার্থক করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা-এমনটা জানিয়ে বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট ও রাজু আহমদ খান আগামিকালকের আনন্দ মিছিলে উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন।-প্রেসবিজ্ঞপ্তি