AM-ACCOUNTANCY-SERVICES-BBB

অনাকাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেলেন বিশ্বনাথবাসী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৩ - ২০২৩ | ১: ২৩ পূর্বাহ্ণ

বিশ্বনাথবাসী

নিজস্ব প্রতিবেদক :: আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথ পৌর শহরে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগুচ্ছিল বিশ্বনাথ। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের আহ্বানে কর্মসূচী স্থগিত করেছে উভয় পক্ষই। ফলে অনাকাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেলেন বিশ্বনাথবাসী।

জানা যায়, টিউবওয়েল, ওয়াশ ব্লক, কালভার্ট ও রাস্তা দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের প্রতিবাদে উপজেলা চেয়াম্যান এস এম নুনু মিয়ার বিরুদ্ধে আজ রবিবার দুপুর ২টায় পৌর শহরের বাসিয়া ব্রীজের উপর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালনের আয়োজন করে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন। অপরদিকে একই সময়ে ও একই স্থানে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ। একই সময়ে ও একই স্থানে পৃথক দুটি কর্মসূচী আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছিল বিশ্বনাথ। ফলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ওই স্থানে রবিবার কোন সভা-সমাবেশ না করতে উভয় পক্ষকে আহ্বান জানান ওসমানীনগর সার্কেল পুলিশের এসএসপি আশরাফুজ্জামান পিপিএম ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম। পুলিশের আহ্বানে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার বিক্ষোভ ও মানববন্ধন এবং পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, কোন অবস্থাতেই বিশ্বনাথের শান্ত পরিবেশকে অস্থিতিশীল সৃষ্টি করা যাবে না।

এব্যাপারে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন বলেন, ‘আজ রবিবার আমাদের দলীয় আরেকটি অনুষ্ঠান রয়েছে। তাই অনিবার্য কারণবসত আমাদের আজকের কর্মসূচী স্থগিত করা হয়েছে।’

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খান বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিচারাধীন, তাই মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আজকের কর্মসূচী আমরা স্থগিত করেছি।’

আরো সংবাদ