বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা শুক্রবার (১১ আগস্ট) বিকেলে পৌর শহরস্থ শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাশ ধনু।
উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশুর পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, জেলা যুব ঐক্য পরিষদের সহ সভাপতি দীপন আচার্য্য, যুগ্ম সম্পাদক সামন্ত ধর, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় চন্দ্র দে, যুগ্ম সম্পাদক মিল্টন দাস, বিজয় দাস, শুভ্র পাল, মঞ্জু বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ক্লিন্টন দেব রিগ্যান, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর কান্তি দে। সভার শুরুতে গীতা পাঠ করেন উপজেলা যুব ঐক্য পরিষদের সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিংকু সরকার। এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা মেজর (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত’সহ উপজেলার প্রয়াত সকল নেতৃবৃন্দের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং সকলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাওন দাস, সহ সাংগঠনিক সম্পাদক সাজু দেব সবুজ, নকুল মালাকার, দ্বীপ দাস, অর্থ সম্পাদক রাজন আচার্য্য, দপ্তর সম্পাদক দুলন সরকার, প্রচার সম্পাদক তাপস সরকার, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিধান বৈদ্য, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অপু দেবনাথ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিকু তালুকদার, কার্যনির্বাহী সদস্য সুমন দাশ, অশোক দেব, পুলক দেব, জীবন পাল, অনিক দে প্রমুখ।