বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে চোরাইকৃত কাটসহ ৪ চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার জানাইয়া গ্রামের কালা মিয়ার ছেলে কাউছার আহমদ (২১), মোক্তার আলীর ছেলে বাবুল মিয়া (২৩), মুফতিরগাঁও গ্রামের ছমির আলীর ছেলে শাকিল আহমদ ও তবলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান আলী (২২)।
পুলিশ জানান, গত ১০ আগস্ট উপজেলার পূর্ব চানশিন কাপন গ্রামের কাঠ ব্যবসায়ী ওয়াসিম মিয়ার ৪৫ ফুট কাঠ চুরি হয়। এঘটনায় তিনি বাদী হয়ে ১২ আগস্ট থানায় মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দিপংকর সরকার জনতার সহযোগিতায় বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকা থেকে চুরি হওয়া কাঠ ও কাঠ বহনকারী পিকআপ গাড়িসহ কাউছার আহমদ ও শাকিল আহমদকে আটক করেন। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে ইমরান আলী ও বাবুল মিয়াকে আটক করে পুলিশ। ওই মামলার গ্রেফতার দেখিয়ে আটক ৪জনকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম।