Search
Close this search box.

নানা আয়োজনে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথে উদযাপিত হয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে আনন্দ র‍্যালী দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর কেক কাটা ও দুপুরের খাবার বিতরণ কর্মসূচি শেষে বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদানের মধ্যদিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানের।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুন নুর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাহিদ আহমদ সুয়েবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবদুল কাদির শিকদার, আপন ফার্মেসীর সত্ত্বাধিকারী মুহিবুর রহমান সুইট, আশুগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কাওছার উদ্দিন, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নুরুল হক, সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ সাইফুল ইসলাম, পৃষ্ঠপোষক ও মদিনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হেলাল আহমেদ, শাহাদাত হোসেন রুবেল, আবদুল মজিদ। এছাড়াও, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য, কার্যকরী কমিটির দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্খীগণও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন বাতিঘর, আশুগঞ্জ বাজারের স্বপ্নসিঁড়ি, সিঙ্গেরকাছ বাজারের মানবতার ঘর ও বন্ধুছায়া সমাজকল্যাণ সংস্থা-বিশ্বনাথকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত