বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে শুক্রবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ থানায় যোগদান করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
পাশাপাশি বিদায়ী ওসি গাজী আতাউর রহমানকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম ইতিপূর্বে বিশ্বনাথ এবং সর্বশেষে ওসমানী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ওসি গাজী আতাউর রহমান।