নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে রাইয়ান আহমদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের দুবাই প্রবাসী সুজন মিয়ার একমাত্র ছেলে।
বুধবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের মামা নজরুল ইসলাম জানান, ‘আজ দুপুর দুইটার দিকে সকলের অগোচরে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয় রাইয়ান আহমদ। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইয়ান আহমদকে মৃত ঘোষণা করেন।’
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’