AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নির্বাচনের আড়াই বছর পর দশঘর ইউপির একটি ওয়ার্ডের ভোট পুণর্গণনা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩১ - ২০২৩ | ১০: ২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ বছর ৯ মাস পর ৯ নাম্বার ওয়ার্ডের ভোট পুণর্গণনা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে গত ২৭ জুলাই (বৃহস্পতিবার) আদালতের আদেশে এই গণনা অনুষ্ঠিত হয়।


জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আব্দুল গফুর ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হন। মাত্র ২ ভোটের ব্যবধানে হেরে যান একই পদের প্রার্থী মো. আব্দুল কাহার।


নির্বাচনের গেজেট প্রকাশের পর এই ফলাফলের বিরুদ্ধে নির্বাচন ট্রাইব্যুনালে ভোট পুণর্গণনার আরজি জানিয়ে মামলা (নাম্বার ৫) করেন পরাজিত প্রার্থী মো. আব্দুল কাহার। মামলার বাদী ও বিবাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ভোট পুনর্গণনার আদেশ দেন সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত, সদর-সিলেট। বৃহস্পতিবার আদালতকক্ষেই ভোট পুনর্গণনা করা হয়।


পুণর্গণনায় বিজয়ী প্রার্থী মো. আব্দুল গফুরের প্রাপ্ত ৩১৬ ভোট থেকে বাদ পড়ে ৮ ভোট। তিনি পেয়েছেন ৩০৮ ভোট। পরাজিত প্রার্থী মো. আব্দুল কাহারের প্রাপ্ত ৩১৪ ভোট থেকে বাদ পড়ে ১২ ভোট। তিনি পেয়েছেন ৩০২ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবি মলয় চক্রবর্তী।

আরো সংবাদ