বিশ্বনাথ নিউজ২৪:: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথে সোমবার (১০ জুলাই) রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদারের নির্বাচনী প্রতীক ‘আনারস’র সমর্থনে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ‘নতুন ও পুরাণ সিরাজপুর’ গ্রামে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার।
পুরাণ সিরাজপুর গ্রামে প্রবাসী তছির আলীর সভাপতিত্বে ও সংগঠক ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রবাসী আব্দুল কুদ্দুছ তালুকদার, পূর্ব শ্বাসরাম গ্রামের ইকবাল হোসেন, পুরাণ সিরাজপুর গ্রামের নূরুল ইসলাম মাস্টার, মাওলানা পিয়ার মাহমুদ, নতুন সিরাজপুর গ্রামের ফারুক মিয়া, উত্তর ধর্মদা গ্রামের বাছন মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কামাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইসলাম ও শেষে দোয়া পরিচালনা করেন পুরাণ সিরাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদ।
নতুন সিরাজপুর গ্রামে মুরব্বী জমসেদ আলীর সভাপতিত্বে ও সংগঠক রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রবাসী সুহেল মিয়া, পূর্ব শ্বাসরাম গ্রামের ইকবাল হোসেন, নতুন সিরাজপুর গ্রামের ফারুক মিয়া, আবারক আলী, ইব্রাহীম আলী, তেরাব আলী, হাফিজ মারুফ আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাছুম আহমদ। এসময় উঠান বৈঠকগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।