বিশ্বনাথ নিউজ২৪:: ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীর সাথে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার মাঝি ওয়াহাব আলী।
ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা, আব্দুর রশিদ, আব্দুল কাহার, মাস্টার আনোয়ার হুসেন। সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।