নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পাশ থেকে এক নবজাতকে উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (২ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে প্রচুর বৃষ্টিপাতের সময় এই নবজাতককে উদ্ধার করেন তারা।
বর্তমানে ওই নবজাতক স্থানীয় পীরের বাজারের নিরু ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকিৎক নিরুর তত্ত্বাবধানে আছে। তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।