বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নাম্বার সাধারণ ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাহবুবা বেগম (মাহবুবা মুজিব চৌধুরী) ফুটবল প্রতিক পেয়েছেন। আজ সোমবার (২৬ জুন) নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতিক বরাদ্দ দেন।
এদিকে, প্রতিক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণায় নেমে পড়েছেন মাহবুবা বেগম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচিত হলে ৫ নাম্বার ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও ওয়ার্ডবাসির সেবা করাই হবে তার একমাত্র লক্ষ্য। সে জন্যে ওয়ার্ডবাসির সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন মাহবুবা বেগম।