AM-ACCOUNTANCY-SERVICES-BBB

এমপি মোকাব্বির খানের সাথে বৃহত্তর শ্বাসরাম গ্রামবাসি মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৪ - ২০২৩ | ৯: ৫১ অপরাহ্ণ

মতবিনিময়

জনদুর্ভোগ লাঘবের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি নির্বাচিত হওয়ার পর সড়ক ও কালভার্ডের বড় বড় ব্যয়বহুল কাজগুলি বাস্তবায়িত করেছি। তারই সাথে শিক্ষা প্রতিষ্টানসহ অন্যান্য উন্নয়নও করেছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি । বঙ্গবন্ধু আমাদের শিখেয়ে গেছেন রাজনীতি করতে হয়, জনগণের জন্য, জনগণের কাঙ্খিত উন্নয়নের জন্য। তাই রাস্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানের রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে। আর বর্তমানে রাজনীতির নামে যা করা হচ্ছে এর নাম রাজনীতি নয়, এটা জনগণের সাথে প্রতারণা। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন উন্নয়নের করার জন্য । কোটি কোটি টাকার আত্মসাৎ করে বড় লোক হওয়ার জন্য নয়। এসব দূর করে দেশকে ভালবেসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান।

পশ্চিম শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পূর্ব শ্বাসরাম জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত সড়কের কাজ সমাপ্ত করার আর্শ্বাদ প্রদান করে সংসদ সদস্য মোকাব্বির খান বলেন,  আমি নিজে এসে দেখলাম এটি জনগুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়কের কাজ আরো আগে করার প্রযোজন ছিল। আমি অতি দ্রুত ওই সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেওয়া ব্যবস্থা করব।

তিনি বৃহস্পতিবার (৪ঠা মে) বিশ্বনাথ ইউনিয়নের বৃহত্তর শ্বাসরাম গ্রামবাসি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পূর্ব শ্বাসরাম গ্রামের সমাজসেবক বসির আহমদের সভাপতিত্বে, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও সংগঠক হোসেন আহমদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠক শামীম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী শহিদ আহমদ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, শিক্ষানুরাগী আব্দুল মুতলিব, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ সুমন, গণফোরাম নেতা নজরুল ইসলাম আজাদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সভাপতি সেলিম আহমদ, সংগঠক তফজ্জুল আলী, বাপ্পা দাশ, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বেগম।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের পিএস আদনান আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব, সাবেক ইউপি সদস্য ডাক্তার আছাবউদ্দিন আসকির, পশ্চিম শ্বাসরাম গ্রামের মুরব্বী শুকুর আলী, আব্দুল কদ্দুছ, বাবুল মিয়া, আব্দুল খালিক, নেছার আহমদ মুজিব, বদরুল ইসলাম, বিজুল মিয়া, আনহার আলী, কবির মিয়া, ফারুক মিয়া, পূর্ব শ্বাসরাম গ্রামের মুরব্বী জহির আলী, লালই মিয়া, খোয়াজ আলী, চমক আলী, মনির আলী, বুরহান উদ্দিন, রইছ আলী, আব্দুর রহমান, আপ্তাব আলী, বকুল মিয়া, আব্দুল কাদির, তাজিল মিয়া, আশিক আলী, আলকাছ মিয়া, আব্দুল লতিফ, আসকির মিয়া, আব্দুল মুকিত, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সংগঠক সামুল মিয়া, শাহিন আহমদ, ফরহাদ মিয়া, ফয়ছল আহমদ, সেবুল মিয়া, আব্দুল আলিম, জয়নুল মিয়া, ইরপান আলী, মনু মিয়া, সেবুল মিয়া, অলি আহমদ, মুন্না আহমদ, রিয়ান আহমদ, সাব্বির আহমদ, ফাহিম আহমদ, আব্দুল ওয়াহিদ, আঙ্গুর মিয়া, শানুর মিয়া, জাকির আহমদ, সাহেদ আহমদ, রুহুল আমিন, নাজিম আহমদ, জুবায়েল আহমদ, আখলাকুর রহমান, মিজু আহমদ, লালন আহমদ, শাকিল আহমদ, কামরুর ইসলাম, রিপন আহমদ, দিলোয়ার মিয়া, এনাম মিয়া, আহমদ আলী, আবু সাঈদ, লায়েক আহমদ, ফুল মিয়াসহ সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পূর্ব শ্বাসরাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সালমান আহমদ। অনুষ্ঠান শেষে বৃহত্তর শ্বাসরাম গ্রামবাসির পক্ষ থেকে সিলেট ২ আসনের সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ