Search
Close this search box.

হাজী শাহ তোরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন

ট্রাস্টের উদ্বোধন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও (আটপাড়া, ফকির বাড়ি) গ্রামে ‘মরহুম হাজী শাহ তোরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেছেন, সমাজের অবহেলিত-বঞ্চিত, গরীব-অসহায় মানুষকে সহযোগীতা করাই হচ্ছে মানবসেবা। আর সরকারের পাশাপাশি মানবসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিত্তবান ও প্রবাসীরা বিগত করোনা ও বন্যাকালীন সময়ে সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মানুষের দূর্ভোগ অনেকটাই কমে এসে ছিল। সদ্য প্রতিষ্ঠিত ‘মরহুম হাজী শাহ তোরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্ট’ কর্তৃপক্ষ নিজেদের সফল কার্যক্রমের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নেবে, এটা আমরা আশা করতে পারি।

ইলামেরগাঁও গ্রামের প্রবীন মুরব্বী হাজী শাহ আলতাবুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছহাক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। সভা শেষে এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ নূরুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগ নেতা আনহার মিয়া, যুবলীগ নেতা নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোশাহিদ আলী, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, জাকারিয়া ইমন, রিপন আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত