বিশ্বনাথনিউজ২৪ :: ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সম্মেলন শনিবার (১৮ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দলটির উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহাদ আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা সভাপতি সভাপতি মাওলানা ফয়জুর রহমান। এসময় উপজেলার ৮টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মাওলানা মুহাম্মদ আমির উদ্দিনকে সভাপতি, মাশুকুর রহমান সিকদার রুকনকে সাধারণ সম্পাদক করে ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন সহসাধারন সম্পাদক মিছবাহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সাইমন শিকদার।