Search
Close this search box.

বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির সভা

আইন শৃঙ্খলা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা- আসন্ন রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বাজার মনিটরিং, বাজারের সবজি ব্যবসায়ীদের সিন্ডিগেট ভাঙ্গার জন্য ও পণ্য বিক্রির ক্ষেত্রে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান সেজন্য ‘কৃষক কর্ণার’ চালুর, কৃষি জমির মাটি বিক্রি ও শিশুশ্রম বন্ধ করতে, সড়কের যানজট নিরসনের জন্য অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে কার্যক্রর পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানান।

পাশাপাশি উপজেলার গুয়াহরি মৌজার আমন রকম ভ‚মির প্রতি শতক রেজিষ্ট্রী বাজার মূল্য ৩ হাজার ২২২ টাকা থেকে হঠাৎ করে ৩১ হাজার ৭৮৪ টাকা হয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাসিয়া নদীর উৎসমুখ বন্ধ হয়ে যাওয়াতে নদী শুকিয়ে গেছে ও তাতে সর্বসাধারণের ফেলা বর্জ্য পচেঁ বিশাক্ত দুগন্ধ ছড়াচ্ছে। ওই বিশাক্ত দুগন্ধ ভবিষ্যতে মানুষের ফুসফুস ও লিভার ক্যান্সার, শ্বাসকষ্ঠ-হাঁপানীসহ নানান প্রকার রোগের সৃষ্টি হবে। সর্বসাধারণের স্বাস্থ্যের দিক বিবেচনা করে ও বিশ্বনাথের কৃষিকে বাঁচানোর স্বার্থে দ্রুত বাসিয়ার উৎসমুখ পুনঃখনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা সঠিক সময়ে আসেন না, ছুটিও দিয়ে দেন নিজেদের মনমতো সময়ে। ফলে বিগ্নিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান্নোনয়ের জন্য প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, প্রাণীসম্পদ কর্মকর্তা শামীমা সুলতানা,

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নু’মান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবু সাঈদ, জনস্বাস্থ্য অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, আনসার-ভিডিপির ইউ.আই এমি বেগম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান হবিবুল ইসলাম মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আবুল কাশেম মেম্বার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজমুল ইসলাম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক খন্দকার ফিরোজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আলাউল হক সরকার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত