Search
Close this search box.

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত

সড়ক দুর্ঘটনা
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুমা বেগম (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। সে ওসমানীনগর উপজেলার চানপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মিয়ার বাজার সংলগ্ন রায়খেলী মুড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবনগর গ্রামের ইছরাফিল আলী স্ত্রী ফারহানা বেগম (৪৫)।

জানা গেছে, বিশ্বনাথ থেকে জগন্নাথপুর গামী নাম্বার বিহীন সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে রায়খেলী মোড়ে পৌঁছামাত্র তীব্র গতিতে বিপরিত দিক থেকে আসার একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত সিএনজি অটোরিকশার যাত্রী জুমা বেগম ও ফারহানা বেগম। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমা বেগমকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ঘাতক পিকআপ গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের লাম হাসপাতালের মর্গে রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত