নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত প্রথম মেয়র ও উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার দশঘর ইউনিয়ন ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের ইদ্রিস মঞ্জিলে সৌদি আরব কৃষক লীগের সহ সভাপতি নূর আছকিরের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধ তবারক আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার মকদ্দুছ আলী, এলাকার মুরব্বি আজম আলী, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালাম, আইনজীবী আব্দুর রাজ্জাক।
সংগঠক শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য শামছুদ্দিন, সমাজসেবক আছকর আলী ও নোয়াব আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইমন।
অনুষ্ঠানে সাবেক মেম্বার আব্দুস সাত্তার, সমাজসেবক কামাল আহমদ, নজির উদ্দিন, সিতাব আলী, ফাহাদ আলী, রহিম আলী, মনিরুজ্জামান, আব্দুল মান্নান, আমরুজ আলী, আকবর আলী, আহমদ আলী, মাওলানা ছমির উদ্দিন, আহমদ আলী, রোশন আলী, মাহফুজুর রহমান, আশরাফ মিয়া, হোছন আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।