বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ পৌরসভার নোয়াগাঁও গ্রামে নবনির্বাচিত কাউন্সিলর হাজী ফজর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নোয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আছকর আলীর উদ্যোগে তার নিজ বাড়িতে শুক্রবার (১১ নভেম্বর) সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজী ফজর আলী।
ক্রীড়া সংগঠক তাহিদ আলীর সভাপতিত্বে ও সংগঠক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি আরশ আলী, মঞ্জুর আলী, বাবুল মিয়া, সংগঠক সিরাজ আলী, সালমান আহমদ রব্বানী, আনছার আলী, তুরন মিয়া। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মরম আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আকবর আলী, তহুর আলী, রহমত আলী, ফরিদ আলী, আবুল কালাম, শামিম মিয়া, মসাইদ আলী, মতছির আলী, ইরশাদ সফিক মিয়া, রুবেল আহমদ, ইংরেজ মিয়া, আকবর আলী প্রমুখ।