বিশ্বনাথনিউজ২৪ :: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আব্দুল কালামের বসতঘর সংস্কারের জন্য ১ লাখ টাকা প্রদান করা হয়েছে।
দি ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ‘ফ্লার্ড আপিল’ প্রজেক্টের অংশ হিসেবে হসপিটালের সাধারণ সম্পাদক ও ব্রিটেনের কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার স্পন্সরকৃত এক লাখ টাকার চেক বৃহস্পতিবার (১০ নভেম্বর) ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন দি ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারপার্সন ডাক্তার শানুর আলী মামুন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, স্থানীয় উপদেষ্ঠা কমিটির সদস্য শেখ মনির মিয়া, কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু, সংগঠক আক্তার হোসেন, আসাদুজামান নূর আসাদ ও রুমেল আলী।