
বিশ্বনাথে মুহিবুর রহমান মেয়র নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ মিছিল
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৯ - ২০২২ | ৭: ১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান মুহিবুর রহমান বিপুল ভোটে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের রামপাশা রোডস্থ মুহিবুর রহমানের নিজ বাসার সামনে বিশ্বনাথ পৌরবাসীর ব্যানারে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়রকে নিয়ে বিশাল আনন্দ মিছিল বের করেন তাঁর সমর্থকরা। মিছিলটি পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাদখোলা জীপ গাড়িতে করে বিশ্বনাথবাসীকে সালাম জানান মুহিবুর রহমান। এসময় ব্যান্ডপার্টির বাজনার তালে তালে ‘মুহিব ভাই, মুহিব ভাই’ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো পৌরশহর।