Search
Close this search box.

বিশ্বনাথ পৌর নির্বাচনে অবশেষে প্রতীক পেলেন ফয়জুল-ফজল

বিশ্বনাথ পৌর নির্বাচনে অবশেষে প্রতীক পেলেন ফয়জুল-ফজল
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আইনি লড়াই করে প্রার্থীতা ফিরে পেয়েছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফয়জুল ইসলাম ও ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. ফজল খান। উচ্চ আদালতের রায়ের আদেশ পেয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) তাদেরকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

আনজুমানে আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. ফয়জুল ইসলাম পেয়েছেন চামচ প্রতীক এবং কাউন্সিলর প্রার্থী মো. ফজল খান পেয়েছেন পানির বোতল প্রতীক। প্রতীক পেয়েই তারা শুরু করেছেন প্রচার-প্রচারণা।

প্রসঙ্গত, হলফ নামায় স্বাক্ষর না করায় যাচাই-বাচাইয়ে মো. ফয়জুল ইসলাম ও মো. ফজল খান এর প্রার্থীতা বাতিল করেন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। এরপর জেলা আপিল বিভাগেও তাদের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হন ফয়জুল ও ফজল। অবশেষে গত রোববার (২৩ অক্টোবর) উচ্চ আদালত তাদের পক্ষে রায় দেন এবং রায়ের আদেশ পেয়ে মঙ্গলবার ওই দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত