নিজস্ব প্রতিবেদক :: উচ্চ আদালতের রায়ে প্রার্থীরা ফিরে পেয়ে শোকরানা শোভাযাত্রা করেছেন সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনে মেয়র পদে আনজুমানে আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার। রোববার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গ, হলফ নামায় স্বাক্ষর না করায় যাচাই-বাচাইয়ে ফয়জুল ইসলাম তালুকদারের প্রার্থীতা বাতিল করেন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। এরপর জেলা আপিল বিভাগেও প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হন ফয়জুল ইসলাম তালুকদার। অবশেষে রোববার (২৩ অক্টোবর) উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন, এমনটাই জানান ফয়জুল ইসলাম তালুকদার। তিনি আশাবাদী আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) তিনি প্রতীক বরাদ্দ পাবেন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার বলেন, প্রার্থী আমাদেরকে জানিয়েছেন তার পক্ষে আদালত রায় দিয়েছেন। তবে, আদালত থেকে এখনও আমরা কোন আদেশ পাইনি। আদেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।