বিশ্বনাথনিউজ২৪:: আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার ৩নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে নৌকার মাঝি ফারুক আহমদ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গকে সাথে নিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চান মেয়র প্রার্থী ফারুক আহমদসহ নেতৃবৃন্দ।
৩নং ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি বিশ্বনাথ পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করতে সর্বমহলের সার্বিক সহযোগীতা ও নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমদ।