বিশ্বনাথনিউজ২৪::: মাত্র কয়েক ঘণ্টা। এরপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল রোমাঞ্চ। গত মৌসুমের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বোধনী খেলায় অভিষেক হবে। কিন্তু প্রবল বৃষ্টি সেই রোমাঞ্চকে জলে দেবে।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, সিডনি ভেন্যুতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোও একই মন্তব্য করেছে।