Search
Close this search box.

এই সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না -লুনা

এই সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না -লুনা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। বর্তমান এই সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ এখন স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। ভাতের এবং ভোটের অধিকার ফিরে পেতে বিএনপির আন্দোলনের সাথে দেশের মানুষ একাত্বতা পোষণ করেছেন। আমরা আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।

লুনা বলেন, আমরা যে আন্দোলন করছি তা বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, আমরা আন্দোলন করছি মানুষ বেঁচে থাকার জন্য। আমরা চাই জনগণের অধিকার জনগণ ফিরে পাক। আর অধিকার ফিরে পেতে হলে, আগে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেই ভোটের অধিকার আমরা যাতদিন ফেতর না পাব ততদিন আমাদের মুক্তি নেই।

তিনি বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারী গ্রামে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিনের আয়োজনে এলাকার প্রায় দেড় শতাধিক গরীব অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে লুনা আরও বলেন, বিশ্বনাথের প্রবাসীরা সব সময়ই মানুষের সাহায্যে এগিয়ে আসেন। প্রবাসীদের সহযোগীতায় আমরা বড় বড় দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ।

যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইস্কাটন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপশহর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার আহমদ। বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও যুবদল নেতা জুবায়ের আহমদ সুমন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলী, এলাকার মুরব্বি হাজী মুসলিম আলী, তজম্মুল আলী, আপ্তাব আলী, সাজ্জাদ মিয়া, সিরাজ মিয়া, আব্দুল জব্বার, ফুল মিয়া, ইসলাম উদ্দিন, আব্রুস মিয়া, মাসুক মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলতাব আলী মেম্বার, সাধারণ সম্পাদক মছব্বির আলী, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রইছ আলী, সহ সভাপতি আছাব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, কৃষক দল নেতা মছব্বির আলী, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলোয়ার মিয়া, যুবদল নেতা ইমরান আহমদ, ফখরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, সংগঠক দিলোয়ার হোসেন, কানন মিয়া, আজিম উদ্দিন, হুসাইন উদ্দিন, শাহ আলম, মিজান মিয়া, ইয়াছিন মিয়া, ফাহিম আহমদ, ইমরান আহমদ, তাহমিদ মিয়া, মারুফ হোসেন, তাওহীদ মিয়া, শিপু আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত