নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজারের রামপাশা রোডস্থ একটি মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ এইচ এম ফিরোজ আলী, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, জবেদুল হক, আকদ্দুছ আলী, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, সাবেক সহপ্রচার সম্পাদক বশির আহমদ, বর্তমান দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, আশিক আলী, নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, সদস্য আব্দুর রুশন চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুক্তরাজ্য যুবলীগ নেতা মোহাম্মদ আলী মজনু, সেলিম খান, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, মুহিবুর রহমান সুইট, সোহেল তালুকদার, ফজলু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সহসভাপতি সালমান রাব্বানী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতিনসহ উপজেলা ও পৌর আওয়ামী অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।