Search
Close this search box.

বিশ্বনাথ পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বিশ্বনাথ পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ৭৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়র পদে ৬জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জমিয়তের উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ পেয়েছেন ‘খেজুর গাছ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান পেয়েছেন ‘জগ’ প্রতীক, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন পেয়েছেন ‘হ্যাঙ্গার’ প্রতীক, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্না পেয়েছেন ‘মোবাইল ফোন’ এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ‘নারকেল গাছ’ প্রতীক। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচার প্রচারণা।

তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথ পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। আর সর্বশেষ ২রা নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত