Search
Close this search box.

নির্বাচনে কোন প্রার্থী দিতে পারবেন না ভোট

নির্বাচনে কোন প্রার্থী দিতে পারবেন না ভোট

নিজস্ব প্রতিবেদক :: আজ সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৬ নং ওয়ার্ড বিশ্বনাথ উপজেলার সাধারণ সদস্য পদে সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীকে ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ‘তালা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে দুই প্রার্থীর কোন প্রার্থীই নির্বাচনে ভোট দিতে পারবেন না। জনগণের ভোটে নির্বাচিত ১০৬ জনপ্রতিনিধির ভোটে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্য থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবেন একজন।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটারদের কাছে জনপ্রিয়তা রয়েছে। তাই তাদের মধ্যে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই ধারণা করছেন ভোটাররা।

সাধারণ জনতার রায়ে নির্বাচিত হওয়া বিচক্ষণ জনপ্রতিনিধিরা জেলা পরিষদ সদস্য নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এমনটাই প্রত্যাশা জনপ্রতিনিধিদের।

বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোটগ্রহন।

আরও খবর