AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডে প্রার্থী নির্ধারণের লক্ষ্যে সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৭ - ২০২২ | ৫: ২৮ অপরাহ্ণ

20221004 214845

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নির্ধারণের লক্ষ্যে বিশঘর-আরনপুর গ্রামাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশঘর গ্রামের আমির হোসেনের বাড়িতে অনুষ্ঠিত সভায় দুটি গ্রামের একক প্রার্থী হিসেবে পৌরসভার সহায়ক কমিটির সদস্য শামীম আহমদকে সমর্থন করেন বিশঘর-আরনপুর গ্রামাবাসী।

বিশঘর গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক আব্দুল কাদিরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী। গ্রামবাসীর পক্ষ হতে বক্তব্য রাখেন আনরপুর গ্রামের জয়নাল আবেদীন, শের আলী, আফতর আলী ও বিশঘর গ্রামের কামাল উদ্দিন।

সভায় এলাকার মুরব্বি আব্দুল করিম, মস্তাব আলী, চমক আলী, সিরাজ উদ্দিন, সংগঠক আবু বক্কর সিদ্দিক টিপু, আমির হোসেন, আলকাছ আলী, জিলু মিয়া, ফরিদ আলী ও সায়েক আলীসহ গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled