
বৃহত্তর লামাকাজী ইলেকট্রিশিয়ান সমিতি গঠন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৩ - ২০২২ | ১১: ১৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ‘বৃহত্তর লামাকাজী ইলেকট্রিশিয়ান সমিতি’র উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামাকাজীস্থ একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই সমিতির শুভ উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
সমিতির সভাপতি শাহ মো. আব্দুল আলী’র সভাপতিত্বে ও ক্রীড়া সাংবাদিক জুয়েল আহমদ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রোটারিয়ান মো. মজনু মেম্বার, কাজিবাড়ী মাদরাসার শিক্ষক শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন সমিতির সদস্য মো. এমরাজ মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সমিতির সহ সভাপতি মো. আজিম উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বিলাল আহমদ এবং দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেনব্যবসায়ী শাহিন আহমদ শান্তি মিয়া, অঞ্জু আচার্য্য, সাংবাদিক আমির হোসেন সাগর, সংগঠক মো. নাজিম উদ্দিন, সমিতির সহ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সদস্য সচিব হামিদ আহমদ হৃদয়, কোষাধ্যক্ষ সাজিদ মিয়া, অফিস সম্পাদক আইনুল হোসেন, প্রচার সম্পাদক সমর উদ্দিন, সদস্য ফয়ছল আহমদ, রেজাউল করিম, দুলাল আহমদ, মাজিদ আহমদ, উজ্জল আহমদ, ছালেহ আহমদ, আখতার হোসেন, ফারজিন মিয়া, আব্দুল করিম, শাহেদ আহমদ, মিন্টু দেবনাথ প্রমুখ।