নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ৭১’র মুক্তিযুদ্ধের সময় থেকে সকল দূর্যোগেই প্রবাসীরা দেশবাসীর পাশে আছেন। এবারের বন্যায়ও এর ব্যতিক্রম হয়নি। সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্তদের পাশে ছিলেন। বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে প্রাপ্য সম্মান দিয়ে যাচ্ছেন। আমাদের অবস্থান থেকেও প্রবাসীদের তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করে যেতে হবে।
তিনি সোমবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ‘দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে দশঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার পরিবারকে ১ হাজার টাকা করে নগদ মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের ট্রাস্টের ইসি আব্দুস শহিদের সভাপতিত্বে ও বাংলাদেশ কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ুম চুনু মাস্টারের পরিচালনায় আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রাস্টের ট্রাস্টি মুহিত মিয়া সুফিয়ান, সামছু মিয়া লয়লুছ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার মুহিত চৌধুরী, শাহ ফারুক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা উজ্জল মিয়া। অনুষ্ঠানের এসময় দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল গফুর, জুবেল মিয়া, তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাবেল সামাদ, নূর আলী, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফুলমালা বেগম, সাজনা বেগম, ছাবিনা বেগম, আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী অপু, আনা মিয়া, আব্দুর রহমান, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ইউসুফ আলী, রুহেল উদ্দিন, মাহমুদুল করিম মঞ্জু, কামাল আহমদ, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।