বিশ্বনাথ নিউজ ২৪ :: সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুস ছাত্তারের অর্থায়নে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চারিগ্রাম কুরিখলা গ্রামের এক অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অস্বচ্ছল পরিবারের কাছে প্রবাসীর পক্ষে সেলাই মেশিনটি হস্তান্তর করেন বিশ্বনাথ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সেলাই মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ব্যবসায়ী মাশুকুর রহমান শিকদার রুকন।
প্রবাসীর কল্যাণে ও সাংবাদিকদের মাধ্যমে সেলাই মেশিন পেয়ে অস্বচ্ছল পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খুবই অসহায় আমাদের পরিবার। সেলাই মেশিন পেয়ে আমরা কিছু কাজ করে টাকা উপার্জন করতে পারব, পরিবারকে কিছুটা হলেও যোগান দিতে পারব।