বিশ্বনাথ নিউজ২৪ :: বিশ্বনাথের ঐহিত্যবাহী রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচের শিক্ষার্থী ও প্রবাসী বন্ধুদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পুণঃবাসনের জন্য একটি তহবিল গঠন করা হয়। তহবিলের পক্ষ থেকে ৩৭টি পরিবারের মধ্যে শুক্রবার (২রা সেপ্টেম্বর) নগদ অর্থ বিতরণ করা হয়।
রামসুন্দর উচ্চ বিদ্যালয় হলরুমে জমির আলী মেম্বারের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচের শিক্ষার্থী মো. ছয়ফুর রহমান শিকদার, শামছুল ইসলাম, জাহাঙ্গীর আলী, আব্দুল তাহিদ, আহসান হাবিব লিটন, কামাল উদ্দিন, শুকুর আলী, সাপ্তাহিক আমাদের সিলেট বিশ্বনাথ প্রতিনিধি শাহিন উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৭টি পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।