বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথের যানজট নিরসনের দাবিতে বুধবার (৩১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌরসভা সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান, জয়নাল আবেদীন, হোসাইন আহমদ শাহিন, বেগম স্বপ্না শাহিন প্রমুখ।
স্মারকলিপিতে পিএফজি নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, যানজটের কারণে নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসিকে। যত্রতত্র গাড়ী পাকিংয়ের ফলে চরমভাবে সড়ক দিয়ে চলাচল করতে হয় মানুষকে। ফলে মানুষের দুর্ভোগ লেগেই থাকে প্রতিনিয়ত। নেতৃবৃন্দ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে যানজট মুক্ত বিশ্বনাথ করতে প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রবিবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির ব্যানারে বিশ্বনাথে যানজট মুক্তের দাবিতে বাসিয়া সেতুর ওপর মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।