Search
Close this search box.

বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় চাউলধনী হাওরের অবৈধভাবে মাছ শিকার বন্ধ কল্পে ও পোনামাছ রক্ষার জন্য, সবজি বাজারসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য, শিশুশ্রম রোধ করতে, সড়কের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনার দাবী জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল হোসেন, নবীন সোহেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান সাজ্জাদ।

সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত গুচ্ছগ্রামে অসামাজিক কার্যক্রম ও মাদক নির্মূলে প্রতিটি এলাকায় অপরাধ সভা করে সচেতনতা সৃষ্টি জরুরী। কারেন্ট ও ভেলজাল দিয়ে অবৈধভাবে অবাধে পোনা মাছ ধরা হচ্ছে, পোনা মাছ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন জরুরী। বিদ্যুৎ সাশ্রয়ে নিজেদের মনে দেশপ্রেম জাগ্রত করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত