AM-ACCOUNTANCY-SERVICES-BBB

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৫ - ২০২২ | ৫: ১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে অর্ধনর্মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস, ইসলামিক ফাউন্ডেশন’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ