বিশ্বনাথনিউজ২৪ :: চুরি-ছিনতাই রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার নিমিত্তে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথে থানার সেকেন্ড অফিসার ও বিশ্বনাথ ইউনিয়নের বিট ইন-চার্জ এসআই রুমেন আহমদ, বিট সহকারী ও থানার এএসআই নাছির উদ্দিন। মতবিনিময় সভায় বিশ্বনাথ পুরাণ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।