বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজনৈতিক দলের নেতারা বলেন, নারীর ক্ষমতা রাজনীতিসহ সব ক্ষেত্রে রয়েছে। নারীরা এগিয়ে আসলে তাদেরকে আগ্রাধিকার ভিত্তিতে গ্রহন করা হবে।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামানের সভাপতিত্বে ও অপরাজিতার সিলেট জেলা সমন্বয়কারী ইখতেহার হোসেন মৃধা’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন, সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশীদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান স্বপ্না শাহিন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী সিতাব আলী, গণফোরাম বিশ্বনাথ উপজেলা আহবায়ক তরিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপরাজিতা প্রজেক্ট সিলেট জেলা ক্লাষ্ট্রার ফাইন্যান্স অ্যান্ড এডমিন কো-অর্ডিনেটর আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মতিন, রুহেলা বেগম, আছিয়া বেগম, অপরাজিতা সদস্য নাজমা বেগম, শাহানারা বেগম, হালিমা বেগম, হাজেরা বেগম, মমতা বেগম, আনোয়ারা বেগম, সোনাবান বেগম, আঙ্গুরা বেগম, সংগঠক শাহ টিপু প্রমুখ।