বিশ্বনাথনিউজ২৪ :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার গন্ধারকাপন গ্রামে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে ‘হাজী মো. ইলিয়াছ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ।
সংস্থার সভাপতি ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বসির উদ্দিন আহমদের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল চৌধুরী, শিক্ষক মাওলানা ওবায়দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী আশিকুর রহমান, আবু সুফিয়ান, আবুল লেইছ, গন্ধারকাপন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, সংগঠক নাঈম উদ্দিন শাহান, তাহমিদ আহমদ।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।