নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জাকির হোসেন কয়েছের মা নুরেছা বেগম (৭০) গত বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতিনাতনীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ২টায় উপজেলার অলংকারী ইউনিয়নের পশ্চিম অলংকারী (পৌদনাপুর) গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা এনামুল হক। নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, শহিদুর রহমান, নুর উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আবুল কাশেম, আহমদ আলী হিরন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সৌদি আরব প্রবাসী আবদুস সালাম মুন্না।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেছেন, মা হারানোর বেদনা বড় কষ্টের। যারা মা হারিয়েছেন, তারা বুঝতে পারছেন মা হারানোর বেদনা। নেতৃবৃন্দ সাংবাদিক জাকির হোসেন কয়েছের মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।