Search
Close this search box.

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে তেরা মিয়ার অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বন্যার্ত ১ হাজার ৬শতাধিক পরিবারের মধ্যে মরহুম হাজী মনোহর আলীর পরিবারের পক্ষ থেকে ও হাজী তেরা মিয়ার অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজারে রামপাশা ইউনিয়নের বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার উপদেস্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ সাবেক এমপি ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে লুনা বলেন, বিএনপির মূল মন্ত্র হচ্ছে মানুষ বাঁচাও, দেশ বাঁচাও। বিএনপিই বাংলাদেশের একমাত্র জনবান্ধব রাজনৈতিক দল। তাই সকল দুর্যোগে বিএনপি মানুষের পাশে থাকে। আর ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকার পায়তারা করে। বন্যায় সিলেট-সুনামগঞ্জের মানুষের নাজুক অবস্থা হলেন সরকালে ওই অঞ্চলে বড় বরাদ্ধ না দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা অপচয় করছে। তাই দেশের জনগন আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চান না। জনগন এখন সুষ্ঠ নির্বাচন চান, যাতে করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারের পতন নিশ্চিত করবেন।

উপজেলা কৃষক দলের সদস্য শাহ আব্দুল গণির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, তারেক আহমদ খজির, মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, কারিগর বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সম্পাদক হাসমত আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য আয়াজ মিয়া,

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ লিলু, যুবদল নেতা সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম জুনেদ, সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা নামজুল ইসলাম শিমুল প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত