বিশ্বনাথনিউজ২৪ :: আরব আমিরাতের চ্যারিটি সংস্থা ‘বেইত আল-খাইর সোসাইটি’র পক্ষ হতে সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এলাকার ১৫০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২০০ গ্রাম আদা, ২০০ গ্রাম রসুন ও ১ লিটার ভোজ্যতেল প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিনিধি জবির আহমদ নাজমুল, আব্দুল মুতলিব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক ফাহিম আহমদ, হোসাইন আহমদ, কবির মিয়া, আজাদ আহমদ প্রমুখ।