বিশ্বনাথনিউজ ২৪ :: বিশ্বনাথে কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্বনাথ উপজেলার কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান গোলাম খসরু। ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক বদিউল আলম, সহকারী শিক্ষক সেলিম রেজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খান, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল আহমদ, শিল্পী জামাল আহমদ, অবিভাবক সদস্য আব্দুস সালাম, সাজ্জাদুর রহমান, কারী আহমদ আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম (বিএসসি) এ.কে. এম. ফেরদৌস, প্রাক্তন ছাত্র জালাল আহমদ, পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. ফয়জুর রহমান ও সামিয়া সুলতানা।
কোনারাই জামে মসজিদের ইমাম ও অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বদিউল আলম মিলাদ ও দুআ পরিচালনা করেন।